কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরী সকলের কাছে দোয়া চেয়েছেন
৭ ডিসেম্বর সোমবার সকালে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ওনার শরীরে অপারেশন করা হবে।
তিনি বলেন মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাকে সুস্থ করে দেন এবং আপনাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারি তার জন্য আপনাদের সকলের কাছে বিনীত ভাবে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
তার রোগ মুক্তি কামনা করে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সচিব মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ ১০ বছরকচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আমাদের সকলের প্রিয় স্বনামধন্য অধ্যক্ষ শাহ মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী একজন দক্ষ ও পরিশ্রমী অধ্যক্ষ।
যার অক্লান্ত চেষ্টায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেছে। আমি শিক্ষক পরিষদের সকলের পক্ষ থেকে অধ্যক্ষ স্যারের রোগমুক্ত ও সফলভাবে অপারেশন সমাপ্ত হয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন।