হাজীগঞ্জের বেলঘরে পিকআপসহ তাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর হাতে আটক হয় শরীফ(২৬) নামে এক ডাকাত সদস্য।
স্বীকারোক্তিতে তার বাড়ি জগতপুর বলে জানায়। পিকআপ সহ ডাকাতি চেষ্টার সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে গাছে ধাক্কা লেগে আটকে যায় ডাকাত সদস্য শরীফ। গত ৫ মার্চ শুক্রবার দিবাগত রাতের সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর জিজ্ঞাসার মুখে চাঞ্চল্য তথ্য বেরিয়ে আসে।
আটকৃত সন্দেহভাজন ডাকাত সদস্য জানায়, এই এলাকার মামুন নামে একজনের পরিচয় সেখানে আসে। সে জানায়, মূলত মামুনের কাছে এসেছে সে ইয়াবা কেনার জন্য। তবে সে ডাকাতি করতে আসেনি বাবা (ইয়াবা) খেতে এসেছে এমন তথ্যই জানায় সে।
এ সময় তার সাথে আরও চারজন এসেছে বলে জানিয়েছে। তারাও ইয়াবা সেবনকারী। এরা হচ্ছে ইমন, আলীগঞ্জের কাউসার ইউনুসও আরো একজন ।