হাজিগঞ্জে নারকেল গাছের মাথায় দুলাল মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।
৩ মার্চ বুধবার সকালের দিকে উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের মল্লিক বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন সকালে নাতির ডাব পাড়তে গাছে উঠে দুলাল মল্লিক। দীর্ঘসময় নিচে নামতে না দেখে এবং তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের একজন গাছে উঠে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে এলাকার অন্যান্য মানুষ জড়ো হয়। পরে স্থানীয়রা মৃত দুলাল মল্লিককে রশি দিয়ে নামিয়ে নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা নারকেল গাছে ওঠার পর তার হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
এ বিষয়ে হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ জানান, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এটি একটি স্বাভাবিক মৃত্যু। তাই পরিবারের অনুরোধে মর্গে পাঠানো হয়নি। তবে প্রয়োজন হলে কিছু আইনি প্রক্রিয়া পালন করা হবে।
দুলাল মল্লিক দুই ছেলে ও তিন মেয়ে বাবা ছিলেন।
তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।