সম্পন্ন হলো মতলব পৌরসভা নির্বাচন
২৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ২২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মেয়র পদে ২০ হাজার ৬ শত ৯৪ ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আওলাদ হোসেন লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক বাদল পেয়েছেন ৯ শত ৭৯ ভোট।
এছাড়াও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন কবির ভোট পেয়েছে ১ শত ৯৭, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ সফিকুল ইসলাম ভোট পেয়েছে ৭শত ৫৭ টি।
নির্বাচনে ৪৮ হাজার ৩ শত ৩৯ জন ভোটারের মধ্যে ২২ হাজার ৬ শত ২৭ ভোট প্রয়োগ করে। তন্মধ্যে ২৫ টি ভোট বাতিল হয়েছে।
রবিবার রাত ৮ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিতদের ফলাফলসহ নাম ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ।