হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুন্নুর মা মনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। গত ২২ জানুয়ারী শুক্রবার বাদ জুমা স্থানীয় কাপাইকাপ গ্রামে তাঁর স্বামীর বাড়ির প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
জানাজায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ তাহের, আবদুর রব খোকন বিএসসি, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির মজুমদার, বর্তমান সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন, মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, খাজা সাফিউল বাসার রুজমন, কামরুজামান টুটুল, মনিরুজামান বাবলু, হাবিব উল্যাহ, আলমগীর কবির, হাজীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন চৌধুরী, কবি ও গল্পকার শাহমুব জুয়েলসহ এলাকার কয়েকশ এলাকাবাসী।
এর আগে গত ২১ জানুয়ারী বৃহস্পতিবার রাতে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুরায় মেয়ের বাড়িতে বার্ধক্যজনিত কারণে আনুমানিক সাড়ে ৭টায় তিনি ইন্তেকাল করেন।
বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননু এর রত্নগর্ভা মা, চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আশেক আলী মাষ্টারের স্ত্রী।
মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে হাজীগঞ্জের মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।