মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
২৩ জানুয়ারী শনিবার হাজীগঞ্জ উপজেলা মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাজিগঞ্জ উপজেলার পিআইও জাকির হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার বৈশাখী বড়ুয়া, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলালউদ্দিন মিয়াজী, হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, ৩ নং ইউনিয়নের কালচো ইউপি চেয়ারম্যান মানিক প্রধানিয়া।
উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের বাসিন্দা নান্নু মিয়া।
এছাড়াও হাজিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলায় ৫টি ভূমিহীন পরিবারকে ২ শতক করে জমির দলিলসহ যাবতীয় কাগজপত্র সকলের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।