চৌধুরী পাড়া ক্রীড়া সংঘের উদ্যোগে সপ্তাহব্যাপী ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে।
আয়োজিত খেলার জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা ২২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার পর চৌধুরী পাড়া খাদ্য গুদাম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছেন “মৌচাক খেলাঘর (কুমিল্লা)” বনাম “টিম বলি ডটকম (হাজীগঞ্জ)” উক্ত খেলায় চ্যাম্পিয়ন হন বলি ডটকম (হাজীগঞ্জ) এবং রানার্সআপ হন মৌচাক খেলাঘর (কুমিল্লা)।
চ্যাম্পিয়ান পুরস্কার হিসেবে ট্রফি এবং ৫০ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ পুরস্কার ট্রফি এবং ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আশফাকুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদারুল আলম চৌধুরী, শামছুল আলম চৌধুরী, ফেরদৌস আলম চৌধুরী পবন, আমজাদ হোসেন চৌধুরী, কামরুল আলম চৌধুরী।
সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি নাজমুল আলম চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিরাজ আহমেদ চৌধুরী আসিফ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।