হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মোহাম্মদ আলী খোকাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা আফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
তিনি জানান, খোকার নামে দুইটি প্রতারণা মামলায় সাজা হয়েছে। একটি মামলায় দশ মাস করে দুই মামলায় বিশ মাসের এবং নগদ ৩১ লক্ষ টাকা ও আরেকটি মামলায় ১৬ লক্ষ টাকা জরিমানাসহ সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
খোকা চার বছর আগে খায়রুল বাসার নামে এক ব্যাক্তির ইটভাটা ক্রয় করে। চেকের মাধ্যমে টাকা প্রদান করলে চেকটি ব্যাংকে ডিজঅনার হয়। প্রতারনার ওই মামলায় খোকার নয় মাসের জেল ও ৩১ লক্ষ টাকা জরিমানা হয়।
এছাড়াও অন্য এক প্রতারনার মামলায় ১৬ লক্ষ টাকা ও নয় মাসের জেল দেয় আদালত।