চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপির একাংশের মিছিল থেকে পুলিশের উপর হামলায় ১শ’ নয় জনের বিরুদ্ধে মামলা করে হাজীগঞ্জ থানা। হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. ইউনুছের মামলায় বিবাদী ১শ’ নয় জনকে জামিন দিয়েছে উচ্চ আদালত।
বুধবার দুপুরে মামলার ২নং বিবাদী ও হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ঘটনার দিন কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে ছাত্রনেতাদের হট্টগোল হয়।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহীম পাটওয়ারী জানান, হয়রানিমূলক মামলায় মাননীয় উচ্চ আদালত সবাইকে জামিন দিয়েছে। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে সকল নেতা-কর্মীকে একযোগে কাজ করার আহবান জানান।