উপজেলা উন্নয়ন ও পরিচালন প্রকল্প(ইউজিডিপি),স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের পরিচালনায় যুব উন্নয়ন বিভাগ হাজীগঞ্জ -এর আয়োজনে বেকার মহিলাদের কর্মসংস্থানের জন্য ব্লক,বাটিক প্রিন্টিং ও বাজারজাতকরণ বিষয়ক ১৪ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভিন মিলি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা হক সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।