চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ বাজারের কিউসি টাওয়ারের সামনে থেকে ছাত্রলীগ আয়োজিত হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান ।
এদিকে একটি র্যালী ও শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের বিভিন্নস্থান প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হন।
সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি এবায়দুর রহমান খোকন এবং সঞ্চালনা করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ মাহন গাজী। সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর ৫ আসনের এমপি বীর মুক্তিযুদ্ধা মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্কুল কলেজ ও মাদ্রাসা এবং ওয়ার্ডের ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।