চাঁদপুর প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,
বস্তুনিষ্ঠতা হচ্ছে সাংবাদিকতার মূল বিষয়। সমাজে যেখানে অসংগতি, দুর্নীতি ও সমস্যা আছে সেসব জাতির সামনে সাংবাদিকদের তুলে ধরতে হবে। পাশাপাশি যত ইতিবাচক দিক আছে, যত শক্তি ও অনুপ্রেরণার উৎস আছে, সেগুলোও মানুষের সামনে উপস্থাপন করতে হবে যাতে মানুষ উদ্বুদ্ধ হয়। সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী ভার্চুয়ালি এ উৎসবে অংশ নিয়ে একথা গুলো বলেন।
৪ জানুয়ারি সোমবার চাঁদপুর প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য এ উৎসবের আয়োজন করা হয়।
চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে সাংবাদিক সমাবেশেবিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মাহফুজুর রহমান. ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, ঢাকা পোস্ট এর সম্পাদক মহিউদ্দিন সরকার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, বর্তমান সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, বানিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, বিভিন্ন উপজেলা থেকে আগত স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।