আব্দুল মান্নান খান বাচ্চু হাজীগঞ্জ পৌরসভার দুবারের নির্বাচিত সাবেক মেয়র। দুবারই তিনি বিএনপির সমর্থনে নির্বাচন করেছিলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পরীক্ষিত বিএনপি নেতা। এর আগে সমপ্রতি হাজীগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সভার মাধ্যমে বিএনপির একক প্রার্থী হিসেবে আব্দুল মান্নান খানকে সমর্থন দেয়।
বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতি শুরু করেন হাজীগঞ্জের প্রতিষ্ঠিত এই রাজনীতিবিদ ও ব্যবসায়ী।
আসছে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত্য হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আসম মাহবুব-উল-আলম লিপনের সাথে ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর মূল ভোট যুদ্ধ হবে। বিগত নির্বাচনে আঃ মান্নান খান বাচ্চুকে স্বল্প ভোটের ব্যবধানে হারিয়ে মাহবুব-উল-আলম লিপন মেয়র নির্বাচিত হয়েছিলেন।