২০১৫ সালের জুন মাসে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তিন বছর ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা থাকলেও বিগত দুই বছর যাবত হাজিগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি বিহীন চলছে। এতে করে সাংগঠনিক তৎপরতা হারিয়েছে জেলা ছাত্রলীগের শক্তিশালী এই ইউনিট।
২০১৮ সালের ২৬ নভেম্বর হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পৌর ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন সোহেলকে যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে হাজিগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি সভাপতি বিহীন চলছে। সভাপতি হিসেবে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্বও দেয়া হয়নি। এমনকি উক্ত কমিটিতে অধিকাংশ ছাত্র নেতা কর্মজীবনে প্রবেশ করেছে ও নেতাদের অনেকেই বিবাহিত।
বর্তমানে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির একক নেতৃত্বে একটা অংশ কিছুটা তৎপর রয়েছে। তবুও সভাপতি বিহীন এবং নেতৃত্বহীন ছাত্রলীগের এই উপজেলায় ছাত্র রাজনীতির জৌলুস হারিয়েছে বলে জানান প্রাক্তন ছাত্রলীগ নেতারা। তারা শিঘ্রই সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয়ার জন্য দাবী জানান।
হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্য ব্রত ভদ্র মিঠুন জানান, একটি সংগঠন সভাপতি বিহীন চলতে পারে না। দু’বছর যাবৎ হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি নেই এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না।এর সম্পূর্ণ দায় দায়িত্ব চাঁদপুর জেলা ছাত্রলীগের।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান বলেন, হাজীগঞ্জে ছাত্রলীগের কমিটি দিতে আমরা প্রস্তুত। স্থানীয় সাংসদ ও আ’লীগের পক্ষ থেকে কমিটি চাইলেই আমরা কমিটি দিবো।
হাজিগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের নতুন কমিটি প্রত্যাশা করেন।